শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মানুষ হওয়া খুবই সহজ

 তুমি যদি মানুষ হতে চাও 

আগে নিজেকে করো শুদ্ধ, চাওয়া পাওয়াকে বিসর্জন দাও। 

মানুষ হওয়া খুবই সহজ 

দমন করো ষড়রিপু স্বভাব চরিত্রে হও সরল। 

মানুষ হয়েছে যারা এই পৃথিবীতে 

সবাই কেঁদেছে এই মানুষের তরে। 

এই মানুষে হয় নিকৃষ্ট

এই মানুষে হয় শ্রেষ্ঠ। 

মানুষ যদি হতে চাও 

নিজেকে মানুষের তরে বিসর্জন দাও। 

নয় হিংসা নয় দ্বন্দ্ব অহংকার 

এইগুলো ধারণ করলে তুমি মানুষ হতে পারবেনা আর, 

মানুষ হওয়া খুবই সহজ 

তুমি শুদ্ধ হও মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...