শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ধার্মিক নয় আগে মানুষ হও

 তোর তো ধর্ম নাই। ধর্ম কী গো ভাই? 

কইলেই কি ধর্ম যায়। ধর্ম তো নয় 

মসজিদ মাদ্রাসার ভেতরে ধর্ষণ নির্যাতন, 

ধর্ম তো নয় মন্দির খুলে আয়োজন, 

ধর্ম তো নয় পূজার নামে চাঁদা, 

ধর্ম তো নয় ভণ্ড হয়ে সাধুর লেবাস পরা, 

ধর্ম তো নয় ইশ্বরকে বিক্রি করে খাওয়া, 

ধর্ম কী গো ভাই? কইলেই কি ধর্ম যায়। 

ধর্ম মানে আমার কাছে সুন্দর চরিত্র, 

ধর্ম মানে আমার কাছে মানবতা ও শান্তির আদর্শ, 

ধর্ম মানে আমার কাছে সব মানুষ একসাথে বাঁচা, 

ধর্ম মানে আমার কাছে নূরে মোহাম্মদের শিক্ষা। 

যে শিক্ষা করলে ধারণ মানুষ হয় না জঙ্গি, 

যে শিক্ষা করলে ধারণ মানুষ হয় না পণ্ডিত, 

যে শিক্ষা করলে ধারণ মানুষ হয় জ্ঞানী, 

সে শিক্ষা করতে ধারণ ধর্মতে নয় মানুষকে মানি। 

তোর তো ধর্ম নাই। ধর্ম কী গো ভাই? 

ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষ করো 

ধর্মের চেয়ে মানুষ বড়ো মানুষ ধরো। 

জ্ঞানী হও পণ্ডিত হয়ো না 

মাওলা আমার জ্ঞানীকে ভালোবাসে পণ্ডিতকে না।

কইলেই কি ধর্ম যায়। ধর্ম কী গো ভাই? 

কোন গ্রন্থে আছে মানুষ হত্যা করলে ধর্ম বাঁচে? 

সে গ্রন্থ আমি আগুনে পুড়াতে চাই, 

মানুষ হতে আমি এই মানুষকে ভালোবাসি ভাই। 

ধর্ম মানে আমার কাছে সব মানুষ একসাথে বাঁচা, 

ধর্ম মানে আমার কাছে নূরে মোহাম্মদের শিক্ষা। 

শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, ঈসা মুসা নূরে মোহাম্মদ 

তারা কি করেছিল হিংসা বিদ্বেষ ধর্ম নিয়ে দ্বন্দ্ব, 

আর তুমি ধর্মের নামে অধর্ম হৃদয়ে করছ ধারণ 

স্বভাবে মানুষ না হয়ে অমানুষের জনম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...