মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

প্রেমের ভাণ্ডার

 প্রেম এতটাই মধুময় যে 

শত আঘাতেও সে হাসে 

পেয়ে দুঃখ ঘৃণা বেদনা 

তবু সে প্রিয় মানুষের চায় শুভ কামনা। 

অভিমানি মন দুঃখে ভরা জীবন 

পায়নি রংধনুর দেখা 

লক্ষ মানুষের ভিড়ে সে একা। 

প্রেম এতটাই মধুময় যে, হেসে বেড়াচ্ছে 

নিয়ে মেঘ ভরা হৃদয় আকাশে। 

ভালোবাসাই তার ধর্ম 

নাই সাধন নাই কর্ম 

সে অপরাধে দেয় যদি শাস্তি 

মাথা পেতে নিতেও সে রাজি। 

কত প্রেমিক প্রতারক হয় 

ললনা হয় ছলনাময়, 

দেখেছি দু’নয়নে 

প্রকৃত প্রেমিক প্রেমিকার প্রেমের ভাণ্ডার ফুরায় না ত্রিভুবনে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...