মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ও-সই আমিও নিরাপদে নই

 এই দুনিয়ার মানুষ আমি, এই দেশের মানুষ নই। 

এই দেশের মানুষ যদি আমি হই, তবে কেনো ধর্ষণের শিকার হই? 

নারী হয়ে জন্ম নেয়া কী ভুল? অঝোরে ঝরে যায় সাজানো ফুল! 

এই দুনিয়ার মানুষ আমি, এই দেশের মানুষ নই। 

নির্যাতনের শিকার হয়েছে কত শিশু, ধর্ষণ হয়েছে নাম না জানা কত মেয়ে 

কত নারী, কত কিশোরী, কেউ কী সে খবর লই? 

এই দুনিয়ার মানুষ আমি, এই দেশের মানুষ নই। 

প্রচার হয় দৈনিক খবরের কাগজে ধর্ষণের কথা। 

আমার কথা কারে কই, এই কথা কারে কই?  আমরা নারী নিরাপদে নই! 

নারীর গর্ভে জন্ম আমার, এই কথা যাই আমরা ভুলে, 

মাথায় করে রাখবো তাদের রাখবো অন্তরে। 

জানোয়ারগুলো যদি জানতো নারীর গর্ভে ওদের জন্ম 

হয়তোবা তবে বুঝতো নারীর মর্ম, 

আসলে ওরা মানুষ নয়, লেজ ছাড়া কুকুর 

বনের-পশু পায় লজ্জা, দেখে ওদের কর্ম! 

ধর্ষকের শাস্তি প্রকাশ্যে হোক মৃত্যুদণ্ড। 

ঝোপের মধ্যে পড়ে ছিল ঢাবি ছাত্রীর বই-ঘড়ি-ইনহেলার! 

ও-সই যখন তখন আমিও তার মতো হতে পারি 

কখন জানি ধর্ষণের শিকার হই! আমিও নিরাপদে নই। 

নারীর গর্ভে জন্ম আমার, ক্যান যে যাই আমরা ভুলে! 

তারা তো আমাদেরই (মা বোন) আত্মীয় স্বজন, 

এই কথা কারে বোঝাই, আমরা নারী নিরাপদে নাই যে। 

এই দুনিয়ার মানুষ আমি, এই দেশের মানুষ নই। 

এই দেশের মানুষ যদি আমি হই, তবে কেনো ধর্ষণের শিকার হই? 

ধর্ষকগুলো দেখতে মানুষেরই মতো 

আসলে ওরা মানুষ নয়, লেজ ছাড়া কুকুর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...