মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দুঃখ সুখের চাদর

 বিশাল এক রোগ জমেছে বুকের বাঁ’পাশে 

থাকে না ভালো এক মুহূর্ত সে তুমি না থাকলে পাশে 

খায় না খাবার কয় না কথা অভিমান পুষে 

বিশাল এক রোগ জমেছে বুকের বাঁ’পাশে। 

যদি লিখতে পারতাম কবিতা, গাইতে পারতাম গান 

প্রতিটি দিন শুধু তোমার জন্য রাখতাম 

দিনটি বানাতাম গানের আসর 

রাতটি হতো কবিতার বাসর 

দুইয়ে মিশে যেতাম গায়ে দিয়ে দুঃখ সুখের চাদর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...