মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সেলেব্রিটির নেশা

 ১. 

কারো টাইমলাইন দেখে 

চরিত্রবান সার্টিফিকেট দিয়েন না, 

মেসেঞ্জার চেক করে 

চরিত্রবান সার্টিফিকেট দেন। 


২. 

সবাই সেলেব্রিটি হচ্ছে 

মানুষ হারিয়ে যাচ্ছে। 

প্রিয় মন, তুমি মানুষ হইও 

মানুষের বড্ড প্রয়োজন। 


৩. 

বিদেশি কুকুর বিড়ালও 

সেলেব্রিটি হতে পারে হয়, 

মানুষ হওয়াটা বড় বিষয় 

সেলেব্রিটি নয়। 


৪. 

বড় হয়ে তুমি কি হবে? 

বড় হয়ে আমি মানুষ হবো। 

ক্যান? 

মানুষ গুলো অমানুষ হয়ে যাচ্ছে তো তাই। 


৫. 

মানুষ যখন অমানুষ হয়ে যায় 

তখন বনের পশু লজ্জা পায়, 

কারণ বহু ভাগ্যের ফলে মানব জনম মিলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...