মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মরি বাঁচি তোমারি আছি

 মরণ আমায় আর কতটুকু ছুঁইবে 

আগুন আমায় আর কতটুকু পোড়াবে, 

যে মরণ আমি মরে গেছি তোমারও তরে 

যে আগুন জ্বলছে আমার হৃদয়ও ঘরে, 

তার চেয়ে আর কি তুমি শুধু বাকি 

পেতে তোমায় আমার ঝরে দু’আঁখি। 

যা ছিলো দিয়েছি তোমারও তরে 

বিনিময়ে জ্বালার মালা গেঁথেছি হৃদয়ে, 

যদি বেসে থাকো ভালো 

তুমি চোখে জল এনো না গো, 

বাসি ভালো বাসবো তোমায় মরণেরও পরে। 

আগুন আমায় আর কতটুকু পোড়াবে 

হয়তো বা পুড়িয়ে করবে ছাঁই 

সে ছাঁইও দেখবে বলবে তোমাকে তোমার ভালোবাসা চাই, 

আমার আছেটা কি যা ছিলো নিয়েছ সবই 

প্রিয় যা দেখো আমি নই 

তুমি প্রাণ আমি মাত্র দেহ হই। 

মরণ আমায় আর কতটুকু ছুঁইবে 

যে মরণ আমি মরে গেছি তোমারও তরে। 

তোমার চোখের কোণে বৃষ্টি হয়ে ঝরবো 

ফুল হয়ে তোমার বেলকনিতে ফুটবো, 

কবি হয়ে জন্ম নেবো ডায়রির পাতায় 

সময় পেলে পড়ে দেখো কত ব্যথা আমায়। 

ভালো থাকো সুস্থ থাকো করি শুভ কামনা 

বাসি ভালো বাসবো তোমায় আমি আর কারো না, 

তোমারি ছিলাম তোমারি আছি মরি আর বাঁচি 

বাসি ভালো বাসবো তোমায় মরণেরও পরে প্রেয়সী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...