মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

তুমি অধিক দামি

 তোমার একটা শাড়ির মূল্য আমার একমাসের সেলারি 

তাই বাঁধতে পারিনা তোমার সাথে আমার ঘরবাড়ি, 

যদি তুমি ছাড়তে পারো তোমার বাবার দামি বাড়ি গাড়ি 

তবে তুমি এসো আমার হৃদয়ঘরে বাঁধবো দু’জনে দুঃখসুখের বাড়ি, 

নয়তো তোমায় বাসি ভালো ভালোবাসাতেই থাকো 

আমার চেয়ে বেটার পেলে কাউকে তার সাথে ঘর বাঁধো। 

তোমার বাবা ধনী মানী খাওয়ায় তোমায় চাইনিজ 

ইচ্ছে হলেই যখন খুশি দিতে পারো বিদেশে পারি ইস্! 

আমার সাথে বাঁধলে ঘর খেতে হবে পান্তা 

কষ্ট পেয়ে বলতে পারবেনা প্রিয় দুঃখেভরা জীবনটা। 

তুমি যদি সুখে থাকো আমি হবো সবার চেয়ে সুখী 

কারণ আমার কাছে আমার চেয়ে তুমি অধিক দামি, 

তাই বাসি ভালো ভালোবাসাতেই তুমি থাকো 

দুঃখগুলো আমায় দিয়ে তুমি সুখের সংসার আঁকো। 

তোমার একটা শাড়ির মূল্য আমার একমাসের সেলারি 

তাই বাঁধতে পারিনা তোমার সাথে আমার ঘরবাড়ি, 

যদি আবার জনম পাই নেবো জন্ম ধনীর ঘরখানায় 

নয়তো তুমি এই জন্মেই এসে বেসো ভালো আমায়, 

ছিলাম আছি প্রেমিক হয়ে আছি তোমারি 

আমার চেয়ে বেটার পেলে কাউকে তার সাথে বাঁধো ঘর সে প্রার্থনা করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...