মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

অধম কাঁদি

 তুমি ছাড়া আমি পাপীর

কেউ নাই জগত জুড়ি

আমি বাবা তোমার

চরণ ভিখারি।

আমি পাপীর প্রতি বাবা

কইরো দয়া

যদি বাবা তোমার মনে

লাগে মায়া।

তোমায় পেয়ে

পেয়েছি হৃদয়ে আলো

তোমারি মতো বাবা

বাসে না কেউ ভালো।

বটবৃক্ষের ছায়ায় যেমন

মানুষ বাঁচে

রোদ্দুর হইতে

ছায়াতে মানুষ আসে

ষড়রিপু হইতে তেমন

বাঁচতে আমি

চুমি বাবা তোমার চরণখানি।

হৃদয় যেন বাবা

বৃষ্টির মতো কাঁদিয়া

ঘুচে যায় সকল পাপ

তোমার চরণের পানি দিয়া।

তুমিই আমার সবকিছু

মুক্তির কান্ডারি

তোমার চরণ পেতে বাবা

অধম কাঁদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...