মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু

 সবকিছু মুছতে যাইয়েন না পরে দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে গেছে! বঙ্গবন্ধু কোনো দলের না, বঙ্গবন্ধু হচ্ছে পুরো বাংলাদেশ। এ-দিবস ও-দিবস বাদ দিতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার কইরেন না, তাহলে ধরে নিবো আপনারা রাজাকারদের সমর্থক! ৭ই মার্চের ভাষণ ‘আওয়ামীলীগ, বিএনপি, জামাত-শিবিরের না, এই ঐতিহাসিক ভাষণ গোটা বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস ১৯৭১- এর ইতিহাস। বঙ্গবন্ধুকে জাতির জনক মানেন আর না মানেন এটা হয়তো আপনার ব্যক্তিগত মতামত কিন্তু ইতিহাস তাকেই জাতির জনক মানে। একমাত্র স্বাধীনতা বিরোধীরা ছাড়া সবাই বঙ্গবন্ধু্কে স্বাধীনতার মহানায়ক মানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু আছে থাকবে, যদি সে ইতিহাস মুছতে যান দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে গেছে। একটা দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ইতিহাসকে বিকৃত করবেন না। অতীতে যারা যেমন কর্ম করছে তারা কিন্তু তেমনই ফল পেয়েছে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সুন্দর একটা বাংলাদেশ গড়ুন। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, সব বাঙালির বাংলাদেশ। এই দেশে থাকবে ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক সবাই, বাংলাদেশ সবার আর বঙ্গবন্ধু বাংলাদেশ। “আমি রাজনীতি করি না, রাজনীতিকে ঘৃণা করি! কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম আছি থাকবো, আমি এই জাতিরই সন্তান, দেশ আমার আমাদের, মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু চির-অমর, বঙ্গবন্ধু ছিল আছে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাসে।” বঙ্গবন্ধুকে আপনি জাতির জনক মানেন আর না মানেন তাতে কারো কিচ্ছু যায় আসে না, পুরো বিশ্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে গিয়ে বঙ্গবন্ধুকেই জানে এবং জাতির জনক মানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...