শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আমি ধর্ষিত বাংলাদেশ

 কবি তোমার কবিতা লেখা বন্ধ করো এবার 

শিল্পী তোমার গান গাওয়া বন্ধ করো এবার 

নেতা তোমার নীতিকথা বন্ধ করো এবার 

ধার্মিক তোমার ধর্মের বাণী বন্ধ করো এবার, 

দয়া করে তোমরাও বন্ধ করো ভার্চুয়াল জগতে প্রতিবাদ। 

অনেক হয়েছে প্রোফাইলে শোকের ছবি, 

অনেক গেয়েছো গান অনেক বলেছ নীতি কথা 

অনেক শুনেছি ধর্মের বাণী 

এবার কবিতা লেখা বন্ধ করো কবি। 

প্রতিদিন হচ্ছি নির্যাতিত প্রতিদিন হচ্ছি লাঞ্চিত 

নেই কোনো সুষ্ঠ সুবিচার। 

ভালোই আছি বেশ 

আমি ধর্ষিত বাংলাদেশ। 

কবি তুমি খ্যাতি লাভের জন্য আমায় বানাও দেবী 

শিল্পী তুমি জনপ্রিয়তা পাওয়ার জন্য আমায় বানাও প্রেয়সী 

নেতা তুমি পিতার পিতা হতে আমায় বানাও মেয়ে 

ধার্মিক তুমি ধর্ম বেচতে আমায় বানাও মা, 

অনেক হয়েছে বন্ধ করো এবার আমি কারো না। 

নির্লজ্জ জাতির বুকে আমার জন্মস্থান, 

প্রতিদিন হচ্ছি নির্যাতিত প্রতিদিন হচ্ছি লাঞ্চিত 

নেই কোনো সুষ্ঠ সুবিচার। 

ভালোই আছি বেশ 

আমি ধর্ষিত বাংলাদেশ। 

সাধুর মুখোশের ভেতরে অমানুষের বসবাস 

মানুষ হয়ে মানুষের করে সর্বনাশ! 

কুকুরকে আমি মানুষ ভেবে টেনে নেই কাছে 

স্নেহ আর ভালোবাসা দিয়ে পুষি তাকে, 

কারণ পুরুষের মাঝে মানুষ পাইনি সোনার দেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...