শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ভালো নেই তোমার ইনসান

 কখনো করোনা কখনো আম্ফান 

কখনো পুড়িয়ে কখনো ডুবিয়ে 

জানিনা খোদা কী তোমার অভিমান, করোনা নিয়েছে প্রাণ 

বাসচালক হয়েছে রিকশাচালক, কতজনে লিখেছে কবিতা গান। 

খোদাই গজব নাকি কারো তৈরি কোনো অস্ত্র

তা নিয়ে গবেষণা, ভয়ে কাঁদে প্রাণ। 

পৃথিবী যেমন ছিল তেমন আছে, আছে চন্দ্র সূর্য আসমান 

বদলে গেছে শুধু ইনসান, 

লোভলালসা হিংসা অহংকার, ধ্বংস লীলায় মত্ত! 

তাই বুঝি তোমার মন হয়ে গেছে শক্ত। 

সকল ভাষাই তুমি জানো, জানিনা কীভাবে ডাকলে তুমি শোনো 

ক্ষমা করো মহান, ভালো নেই তোমার ইনসান। 

তোমার চেয়ে বেশি ভালো পৃথিবীতে কেউ বাসে না 

জন্ম নিলে মৃত্যু হবে, কুকুর বিড়ালের মতো পথে ঘাটে মৃত্যু দিওনা। 

ভয়ে কাঁদে প্রাণ, ক্ষমা করো মহান 

সুন্দর চরিত্র অধমেরে করো দান। 

ভালো নেই তোমার ইনসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...