মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ক্ষমতা বেশি দিনের নয়

 আজ তোমার কাল আমার 

ক্ষমতা বেশি দিনের নয়। 

যে জোরে দখল করো তুমি 

অন্যের ভূমি, বেশি দিনের নয় 

আজ তোমার কাল আমার। 

তুমি রক্তের গরমে 

মানুষের সঙ্গে করো আচরণ খারাপ, 

খাও হারাম থাকো আরামে 

ঘুচতে পারবে কি একদিন এই পাপ? 

মানুষের মনে আঘাত দিয়ে 

হতে পারবে কি সুখী, 

কাঁদবে তুমি হয়ে দুঃখী ত্রিভুবনে 

মানুষ যদি কষ্ট পেয়ে থাকে তোমার কারণে। 

ক্ষমতার গরম খুবই খারাপ 

নিজেকে রাখতে হবে ভালো করে ভালো ব্যবহার। 

ক্ষমতা বেশি দিনের নয় 

আজ তোমার কাল আমার, পরশু আরেকজনের হয় 

যেমন টাকা নিজ নিজের পরিচয়। 

তোমার বলতে আমার বলতে নেই নিজের কিছু 

তুমি ক্ষমতা দ্যাখাও, মানুষ হয়ে সাজো যীশু! 

ক্ষমতা খুবই খারাপ একটি জিনিস, 

হ্যাঁ ক্ষমতা খুবই ভালো একটি জিনিস 

যদি তা মানুষের উপকার হয় 

ক্ষতির কারণ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...