মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মানুষের মাঝে মানুষ

 সাতশো কোটি মানুষের সাতশো কোটি মন 

হারিয়ে যাচ্ছে মানুষ মানুষের প্রয়োজন। 

তুমি হিন্দু নও তুমি মুসলমান নও 

তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছ মানুষ হও। 

তুমি বাইবেল গীতা কুরআন চুম্মাইলে- 

মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষ না হইলে! 

মালিক তো করেননি তৈরি হিন্দু মুসলমান 

তোমরা করেছ তৈরি করেছ ব্যবধান।

তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছ মানুষ হও। 

মন্দিরেতে ভগবান কে পেয়েছে 

মসজিদেতে খোদা কে দেখেছে, 

মানুষের মাঝে মানুষ যে চিনেছে 

সে তো আল্লাহকে পেয়েছে। 

খোদার পৃথিবী খোদার নামে নাই 

তোমরা করেছ তোমাদের নামে ভারত পাকিস্তান হায়! 

দেইখা আসলাম আপনাতে 

জল খাচ্ছে সবাই একঘাটে, 

জাত জাত বলে তোমরা করো ব্যবধান 

দেখলাম না তো সেথায় ভিন্ন কালার। 

তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছ মানুষ হও। 

সাতশো কোটি মানুষের সাতশো কোটি মন 

হারিয়ে যাচ্ছে মানুষ মানুষের প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...