মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মেয়েটির হৃদয়

 মেয়েটির চোখে জল দেখে ভাবতে ছিল কবি,

সে নাগা মরিচের ঝালে কাঁদছে—

নাকি দেখাতে চাচ্ছে ভাঙা হৃদয়ের ছবি।

ও কবি, তুমি কি পারো পড়তে মানুষের হৃদয়?

হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো ঝড়,

ও বৃষ্টি, ও ঝড় মেয়েটির হৃদয় বেদনার ঘর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...