মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টাকা রে ভাই টাকা

 তুমি আপনকে করো পর 

পরকে করো আপন, 

তুমি বন্ধু তুমি স্বজন 

তুমি মধু তুমি জাদু তুমি সাধু

তুমি মাতা তুমি পিতা 

তুমিই সব, 

টাকা রে ভাই টাকা। 

তোমার গন্ধ 

জ্ঞানীকে করে অন্ধ, 

টাকা রে ভাই টাকা 

বলো তুমি কত কথা 

দাও তুমি প্রাণে ব্যথা। 

তোমার গন্ধে মনের আনন্দে 

মৃত লাশ নাচে ছন্দে। 

টাকা রে ভাই টাকা 

তুমি ইশ্বর, তুমি ভগবান 

নাকি তুমি পাপের জন্মদাতা। 

টাকা রে ভাই টাকা 

তুমি বন্ধু তুমি স্বজন 

তুমিই নাকি রব?

তোমার যে কারিশমা 

মানুষকে করে অমানুষ 

বানিয়ে তোমার সখা। 

ওভাই টাকা 

তোমার জন্য মিছে আয়োজন। 

তুমি আপনকে করো পর 

পরকে করো আপন, 

বানিয়ে তোমার সখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...