শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মনের ঘরে

 -১

তোমাকে আমি আমার চিন্তা থেকে সরাতে চেয়েছিলাম 

এখন দেখি তুমি আমার রক্তে 

তোমাকে আমি আমার রক্ত থেকে সরাতে চেয়েছিলাম 

এখন দেখি তুমি আমার হৃদয়ে 

তোমাকে আমি আমার হৃদয় থেকে সরাতে চেয়েছিলাম 

এখন দেখি তুমি বিহীন আমি লাশ। 


-২ 

তুমি বন্ধু থাকো আমায় আমাতে মিশে 

বাসি ভালো বাসি তোমায় দুঃখে যাই হেসে 

তুমি বন্ধু আঁধারে আলোর প্রদীপ

বাসি ভালো বাসি তোমায় প্রিয় 

তুমি আমার ভালোবাসার স্বরূপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...