রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভালোবাসি না তোমাকে

 না না ভালোবাসি না তোমাকে আমি ভালোবাসি না

দেখেছি কত ভালোবাসা হয়েছে নিমিষে শেষ ফুরিয়ে গেলে চাওয়া পাওয়া

আমি বাসি না তোমাকে ভালোবাসি না প্রিয়তমা,

আমি দেখেছি দুচোখে কলেজের সহজ সরল ছেলেটি

রূপবতী মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে হয়েছে আজ সে অন্যের স্বামী

হ্যাঁ দেখেছি আমি প্রিয় মানুষটিকে ভুলে

মেয়েটি আজ ঘর বেঁধেছে টাকাওয়ালা ছেলে পেয়ে!

বাসি না আমি ভালোবাসি না

যত ইচ্ছে আমায় করো তুমি ঘৃণা।

আমি হতে আসিনি তোমার যৌবনের সাথী

আমি হতে চাই তোমার শেষ জীবনের লাঠি,

যেখানে তুমি হাত রেখে পাবে ভরসা

পাবে নিঃশ্বাসে বিশ্বাসে ভালোবাসা

যে ভালোবাসায় কাটিয়ে দেবো দুজনে লক্ষ জনম।

তুমি আমার শুকনো গলায় জলের তৃষ্ণা

না না তোমাকে আমি ভালোবাসি না

ভালোবাসার চেয়ে যদি অধিক কিছু থাকে

সেখানে আমি রেখেছি তোমায় এঁকে।

না না বাসি না ভালো তোমায়

প্রেমেতে কী আর ভালোবাসা পাওয়া যায়?

মরণে যদি দুজনে অমর হই ক্ষতি কী প্রেয়সী

ছাড়ো এইসব মিছে ভালোবাসা বাসি,

এসো সুখে দুখে দুজনে একসাথে বাঁচি।

আমি বৃষ্টি হয়ে ধুয়ে দেবো তোমার গায়ের নোনা জল

মুছে চোখের পানি, লাগিয়ে দেবো তোমার চোখে কাজল

পরিয়ে দেবো খোঁপায় রক্তজবা ফুল, দুকানে সোনার দুল

আমি পরিয়ে দেবো তোমার গায়ে শাড়ি, পায়ে আলতা

এইভাবেই কাটিয়ে দেবো আমাদের জীবনটা।

তবু বলি প্রেয়সী বাসি না ভালো তোমায় আমি

ভালোবাসার চেয়ে যদি অধিক কিছু থাকে

সেখানে আমি রেখেছি তোমায় এঁকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...