রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নারীর সাথে আমার নাড়ের বাঁধন

 ওরা গোরু খাসি মুরগীর মাংস খায় না

খায় ওরা নারীর দেহ!

ওরা মানুষ নয় লেজ ছাড়া কুকুর 

নেই সন্দেহ। 

ওরা খেয়েছে মা, খেয়েছে বোন 

খেয়েছে নারী জাতি

ওরা খেয়েছে মনুষ্যত্ব! 

ওরা মানুষ নয় লেজ ছাড়া কুকুর 

নেই সন্দেহ। 

এই নারীর গর্ভে জন্ম আমার 

নারীর সাথে আমার নাড়ের বাঁধন, 

নারী আমার মা, নারী আমার বোন 

এই নারীর সাথে আমার জন্মান্তরের বাঁধন। 

আমি নারীর চরণতলে পেয়েছি বেহেস্ত। 

ওরা খায় নারীর দেহ 

খায় না গোরু খাসি মুরগীর মাংস! 

ওরা মানুষ নয় লেজ ছাড়া কুকুর 

নেই সন্দেহ।

মানুষের মুখোশ পরে 

লেজ ছাড়া কুকুরগুলো ঘুরে এই শহরে, 

নারী তুমি চোখ কান খোলা রেখে পথ চলিও 

ধর্ষকগুলো দেখতে মানুষেরই মতো। 

নারী তুমি মা, নারী তুমি বোন 

তোমার সেবায় হয় যেন আমার মরণ। 

ওরা গোরু খাসি মুরগীর মাংস খায় না

খায় ওরা নারীর দেহ!

ওরা মানুষ নয় লেজ ছাড়া কুকুর 

নেই সন্দেহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...