জনমও জনম তোমারে ডাকিবো
জনমও জনম তোমারে রাখিবো
হোক না যত দুঃখ আমার
আসুক না যত দুঃখ আমার
তবু্ও তোমার গান গাইবো
জনমও জনম তোমারে হৃদয়ে রাখিবো
জনমও জনম তোমারে ডাকিবো।
আঁধারে আমি আলোর দেখা পেয়েছি গো
তাই তো আলো পেতে আমি আঁধারে ভালোবাসি গো
জনমও জনম তোমারে রাখিবো
জনমও জনম তোমারে ডাকিবো।
রাখো মারো ইচ্ছে তোমার নাইবা ভালোবাসো
বাসবো ভালো আমি তোমায় জনমও জনম গো
জনমও জনম তোমারি থাকিবো
জনমও জনম তোমারে ডাকিবো।
আঘাতেও পাইগো আমি বেঁচে থাকার সুখ
দেখে তোমার ভালোবাসার ঐ প্রিয় মুখ
এই হৃদয়ে আছো তুমি যুগের পরে যুগ
দেখবো তোমায় জনমও জনম ঐ প্রিয় মুখ।
জনমও জনম তোমারে রাখিবো
জনমও জনম তোমারি থাকিবো
জনমও জনম তোমারে ডাকিবো
জনমও জনম তোমার গান গাইবো
জনমও জনম তোমারে ভালোবাসিবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন