মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চরিত্র

 শিয়াল বলে সবার কাছে আঙ্গুর ফল টক 

তাই বলে খাওয়া ছেড়েছে মুরগি বেপারী র’ফ! 

শুধু পাপিয়া পাপী, আমরা সাধু কেউ করিনি পাপ, 

স্বার্থের দায়ে অনেকেই পাপনকে ডাকে বাপ! 

ফেইসবুকেতে ঝড় উঠেছে গালি আর হাত তালি 

আবার কেউ দ্বীন প্রচারে সেজেছে বড় ওলী। 

ধর্ম নিয়ে বারাবারি নিষেধ সর্বকালে 

যার নাই চরিত্র সে গেছে রসাতলে, 

তুমি কী মন শুদ্ধ হয়েছ মিথ্যাচারের একালে! 

নাকি নিজেকে জড়িয়ে রেখেছ শুধু মিথ্যার জালে। 

কে পাপী, কে সাধু, জানে তা স্বয়ং প্রভু 

ভারতবর্ষে যা হচ্ছে আজ তা মানুষে চায়নি কভু। 

যদি মন্দির মসজিদ ভাঙায় হয় ফরজ 

তবে মন জন্ম তোমার জারজ! 

কুকুর বেড়াল ভালোবাসি, এই মানুষদের নয় 

হোক মনুষ্যত্বের জয়। 

ধর্ম নিয়ে বারাবারি নিষেধ সর্বকালে 

যার নাই চরিত্র সে গেছে রসাতলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...