রবিবার, ৬ জুলাই, ২০২৫

এগুলোও একধরনের কবিতা

 *

আদৌ কি এই দেশে

সেনাবাহিনী আছে

নাকি তারাও টাকার কাছে

বিবেক বিক্রি করে বাঁচে

বিক্রি হয়ে গেছে?


*

আমি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি

শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে

শুধু শ্রদ্ধা আসে না তাদের প্রতি

যারা নেই সত্যের পক্ষে!


*

তুমি আমি আমরা তুমি

একই ভূমিতে জন্মাইয়াছি

কিভাবে করলে গুলি

পুলিশ বাহিনী?


*

গুজবে কেউ দিও না কান

কান হবে খান খান

তবে কান ধরে মারলে টান

গদিও যাবে যায়রে জান!


*

কারো মৃত্যু কামনা করা ভালো না

করো তাই দোয়া

শুনেছি রুহের হাক পৌঁছে যায়

পাক কালামে পাওয়া।


*

হিসাব কি আর সব

হাশরে নেয় রব

কিছু হিসাব নিকাশ

দুনিয়াতে হয় প্রকাশ।


*

ইতিহাস ঘুরিয়া ফিরিয়া আসে

আসিয়া তাহারই বক্ষে বসে

করিয়া ছিলা তুমি

পূর্বে যাহা ধরণীতে!


*

কোথাও কি বলিয়াছে কেউ

মুক্তিযোদ্ধারা বাংলার নয় কেউ

তাদের জন্য পেয়েছি দেশ

তারাই বলছে কোটার প্রয়োজন শেষ।


*

শিশুর মতো মুখটা তাহার

মাথায় ছিলো ঘুমটা

মুখে ছিলো মধুর বুলি

অহংকারে ভরা মনটা!


*

এতো আমল করিয়াও লানতের তক্তা গলায়

তবু করুণা করে গদি দিছিলো উপরওয়ালায়

সুযোগ দিয়া দেখছে তিঁনি যোগ্য ছিলে না তুমি!


*

বুক তো আমার মা-ও পাতে

আমি সে বুকে ঘুমাই মাথা রাখি

তুমি কিভাবে পারলে

ভাই হয়ে ভাইয়ের বুকে করতে গুলি?

ঐ বুকে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...