যাদের অনেক চাওয়া পাওয়া
তারা কি সত্যিই সব পায়?
আমি আমার সাধ্য মতো
সাজাতে চেয়েছিলাম তোমায়।
আমার ভালোবাসা সত্যি ছিলো
মিথ্যে ছিলো না,
আমি অভিনেতা নই
অভিনয় জানি না।
মিথ্যে হয়তো তুমি বলেছো
সত্য ভেবেছি,
অবহেলাকে ভালোবাসা ভেবে
বুকে নিয়েছি।
যদি কখনো পাও
তুমি ভালোবাসাকে
অবহেলা করো না তাকে,
তোমার হোক সুখ শান্তি
হোক সুখের নীড়
ঠকে গেলে কেমন লাগে
বুঝবে একদিন।
আমি হয়তো তোমার
যোগ্য ছিলাম না
যোগ্য ভাবোনি,
তবু বলছি
আমার ভালোবাসা নিখুঁত ছিলো
ছলনা করিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন