যার হৃদয় ভাঙছে সে জানে ভাঙার যন্ত্রণা।
তোমাকে না পাওয়ার দুঃখই কাউকে আর পাওয়ার বাসনা জাগালো না।
আর কোনো রমণীর মায়াতে বাঁধা পরলো না আমার হৃদয়।
বাসা হলো না ভালো তোমার মতো করে কাউকে, কেউ নেই আমার।
আমার মৃত্যু হবে, তবু তোমার হৃদয়ে জন্মাবে না বুঝি আমার জন্য প্রেম।
ক্ষণিকের ভালো বাসতে তোমায় আসিনি, যুগের পর যুগ ভালো বাসবো তোমায়,
তাই আর বাঁধলাম না কারো সাথে ঘরসংসার, একাকিত্বকে ভালোবেসে কাটিয়ে দিলাম জীবন।
বিশ্বাস করো পৃথিবীর মানুষ, আমি আর আসবো না তোমাদের পৃথিবীতে, তুমিও মনে রেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন