কাহারে জানি আমি ভালোবাসিয়াছি
কাহারে জানি হৃদয়ে রাখিয়াছি,
তাহারে আমি নয়নে দেখিনাই
দেখিয়াছি হৃদয়ে।
গভীর রাত হইলে সে আসিয়া
মোরে জাগাইয়া রাখে,
মোর ঘুম ভাঙ্গাইয়া
সে ঘুমাইয়া পড়ে এই বুকে।
তাহারে ধরিতে পারিনাই
তাহারে কইতে পারিনাই
ভালোবাসিয়াছি কত যে,
দেখিয়াছি হৃদয়ে।
সকলে যখন ঘুমাইয়া বিলীন হইয়া থাকে
তখন সে আসে মোর আঁধার ঘরে,
সে মোরে ডাকিয়া কয় ঠাঁই চাই তোমার বুকে
আলো লও আমা হতে।
এমন কেমন ভালোবাসা
আমি বাসিয়াছি তাহারে,
নয়নে দেখিনাই দেখিয়াছি হৃদয়ে।
সে কত্ত দূরে, ঐ আকাশের চাঁদ
ঐ নক্ষত্রগুলোও ততটা দূরে নাই
তাহারে আমি এই বুকে পাই,
সে নাই নাই, পাইয়াও তাহারে হারাই!
তাহারে আমি নয়নে দেখিনাই
দেখিয়াছি হৃদয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন