শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ভিক্ষুক নজিমুদ্দিন

 ভিক্ষুক নজিমুদ্দিন বুঝলো তুমি বুঝলা না 

মনুষ্যত্ব নাই যার তাকে মানুষ বলে না। 

কী হবে জায়নামাজে দাঁড়িয়ে 

দুনিয়ার হিসাব নিকাশ করো যদি নামাজে। 

কাঙ্গাল মেরে জাঙ্গাল দিয়ে সাজো তুমি হাজি 

নাই তোমার মনুষ্যত্ব স্বভাব চরিত্রে পাজি। 

কী হবে এক মাস রোজা রেখে 

বাকি এগারো মাস মানুষের ক্ষতি করলে। 

মনুষ্যত্ব নাই যার তাকে মানুষ বলে না 

ভিক্ষুক নজিমুদ্দিন বুঝলো তুমি বুঝলা না। 

হারাম খেলে জীবনভর বললে মিথ্যে কথা 

পিতা মাতার মনে কষ্ট দিলে, দিলে তুমি ব্যথা। 

যে আশায় যাও তুমি মসজিদ ঘরে 

মানুষের মনে আঘাত দিয়ে, ক্ষমা পাবে না রোজহাশরে। 

সকল ইবাদত আসবে কাজে, সুন্দর চরিত্র হৃদয়ে রবে। 

যতক্ষণ আছে দেহে প্রাণ করো মানুষের কল্যাণ 

এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ। 

মরণে নাই ভয় তোমার হবে জয়, 

মানুষের কল্যাণে লড়ো খুশি হবে সাঁই রাব্বানা। 

মনুষ্যত্ব নাই যার তাকে মানুষ বলে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...